১৭ বছর পর আপনারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন: লায়ন হারুনুর রশিদ
চাঁদপুরের ফরিদগঞ্জে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কবির রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কাজি। সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।
তিনি বলেন,“দীর্ঘ ১৭ বছর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ আবারও স্বাধীনভাবে আপনাদের প্রিয় প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন, এই আশা নিয়েই আমরা কাজ করছি।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস গাজী, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি নুরের রহমান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু এবং উপজেলা মহিলা নেত্রী শারমিন করিম।
এছাড়া উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সৌদি প্রবাসী শরীফ খান, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন স্বপন, উপজেলা বিএনপি নেতা মোঃ সেলিম পাটওয়ারী, পৌর বিএনপি নেতা বিল্লাল হোসেন কম্পানি, মজিবুর রহমান, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, আব্দুল জলিল, শাওন পাঠান, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা মশিউর রহমান রিপন, ইকবাল পাটওয়ারী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মান্নান, আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নতুন কেন্দ্র কমিটি গঠনের মধ্য দিয়ে ৮ ও ৯ নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৮ নভেম্বর ২০২৫