দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় পুরাণবাজার সেতুস্থ ৩নং বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বক্তব্যে বলেন, দেশের চলমান উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আমলে দেশের সমস্ত উন্নয়নের কথা আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। মানুষকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ না খেয়ে থাকে না। দেশের মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রপ্রধান বানাবেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ মানুষের প্রাণের দল। আওয়ামী লীগ স্বাধীনতা দিয়েছে। স্বাধীনতা বিরোধীরা বারংবার আমাদের গণতন্ত্রকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করেছে, এখনো করছে। এদেরকে প্রতিহত করতে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নেয়ামত হোসেন। সাধারণ সম্পাদক আজিম রানা ভুট্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মাঝি। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবলীগের আহবায়ক মালেক শেখ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।
এছাড়াও বক্তব্য রাখেন কাউন্সিলর কবির চৌধুরী, আ: গণি গাজী। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৫ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur