স্বাধীনতা দিবসে চাঁদপুর শহর জামায়াতের দোয়া ও আলোচনা সভা

চাঁদপুর দারুস সালাম জেলা জামায়াত কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বুধবার দুপুর ২ টায় চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাড. মোঃ শাহজাহান খান।

এসময় তিনি বলেন, ‘২৫ শে মার্চের কালো রাত্রি, ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ৪ আগস্ট এদেশের ছাত্রজনতার জীবন দেয়া এবং ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া একই সূত্রে গাঁথা। এদেশের মানুষ বার বার জুলুম শোষণ থেকে মুক্ত হতে জীবন দিতে হয়েছে। আমরা দীর্ঘ ৯মাস সংগ্রাম করার পর স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু আমরা স্বাধীনতার ৫৩ বছরেও আমরা মুক্তি পাইনি। আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে ছাত্রজনতার আন্দোলন করে জীবন দিতে হয়েছিলো। এদেশের মানুষ শান্তিতে বসবাস করার জন্য পেশীবাদি সৈরাচার হাসিনার সরকারকে এদেশের ছাত্রজনতা পালিয়ে যেতে বাধ্য করেছিলো। আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এদেশের ছাত্রজনতা নারী পুরুশ ৩৬ জুলাই আন্দোলনে জীবন দিয়েছিলো। লক্ষছিলো একটা এদেশে সবাই শান্তিতে বসবাস করবে। যে দেশে কোন শোষণ থাকবে না এবং জুলুম থাকবে না।’

শহর জামাতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শহর জামাতের অফিস সম্পাদক মোঃ ওমর ফারুক, শহর জামাতের নেতা অ্যাডভোকেট মামুন হোসেন মিয়াজী, চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড সভাপতি গোলাম মাওলা, ১২ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফ, শহর শ্রমিক কল্যাণ প্রদর্শনের সভাপতি আব্দুল হাই লাভলু বক্তব্য রাখেন।
এছাড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

স্টাফ রিপোর্টার,২৬ মার্চ ২০২৫

Share