Home / চাঁদপুর / স্বাধীনতা দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতিসভা
স্বাধীনতা দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতিসভা

স্বাধীনতা দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতিসভা

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনকল্পে চাঁদপুর জেলা প্রশাকের সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা আজ রোববার বেলা ১১টায়  অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
সভায় স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকল্পে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এ ব্যাপারে চাঁদপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০২:৪২ অপরাহ্ন, ০৬ মার্চ ২০১৬, রোববার

এমআরআর