বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোস্তফা খান স্বপরি বলেছেন, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ছিলেন। তিনি দেশ ও জনস্বার্থে একবিন্দুও আপোষ করেন নাই। সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান দেশ ও জনগণের সাথে অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাই দেশের চলমান পরিস্থিতিতে জনগণ জিয়াউর রহমানের উত্তরসূরীদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
১ জুন রোববার বিকেলে মতলব মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী আরো বলেন, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারুণ্যের অহংকার তারেক রহমান। দেশের জনগণ তার নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্যদিয়ে দেশের সরকার দেখতে চায়।
তিনি বলেন, আমি ছাত্র জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে রাজনীতিতে প্রবেশ করেছি। ছাত্ররাজনীতির শুরুতে স্কুল কমিটির সাধারণ সম্পাদক থেকে বর্তমানে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে রয়েছি। রাজনৈতিক এই দীর্ঘ পথ চলায় লোভ-লালসাকে উপেক্ষা করে আপনাদের পাশে ছিলাম। আমি আপনাদের সেবা করার জন্য রাজনীতি করে আসছি। আমি রাজনৈতিক জীবনে আম মার্কা, ছাতা মার্কা বিএনপি নই। আমি প্রকৃত ধানের শীষের বা বিএনপির কর্মী। তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি চাঁদপুর -৩ আসনে ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের সকলের দোয়া চাই।
স্থানীয় বিএনপি নেতা প্রফেসর তাজুল ইসলামের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত ও মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সুমন পাটোয়ারীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা বারের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান, ঢাকা তেজগাঁও বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ খান, মতলব পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা বশির পারভেজ, জেলা যুবদলের নেতা আবু আহমেদ, জেলা ছাত্রদল নেতা রাসেল আহমেদ জনি প্রমুখ নেতৃবৃন্দ।
সবার শুরুতেই শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের জন্য দোয়া করা হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur