স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হানারচরে স্মৃতিচারণ ও আলােচনা সভা

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২২ উদযাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্মৃতিচারণ ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল ছাত্তার রাঢ়ী।

তিনি তার বক্তব্যে বলেন, এই মাস অগ্নিঝরা মার্চ মাস। স্বাধীনতার মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের মাস। জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্ন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন।

ইউপি সচিব ফজলুর রহমান গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন সলেমান রাঢ়ী, আব্দুর রহমান ছৈয়াল, ইউপি সদস্য আবুল কালাম কালু চকিদার, অলিউল্ল্যাহ মিজি, আবদুল হালিম, বারেক তালুকদার, হারুন খান।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৩ মার্চ ২০২২

Share