Home / চাঁদপুর / স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রামপুরে স্মৃতিচারণ ও আলােচনা সভা
স্বাধীনতার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রামপুরে স্মৃতিচারণ ও আলােচনা সভা

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২২ উদযাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা রামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে স্মৃতিচারণ ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাে. আল মামুন পাটওয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, আমরা শোভাগ্যবান, জাতীর সূর্য সন্তানদের স্মৃতিচারণ তাদের নিজেদের মুখে শুনতে পেরেছি। আজ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে বেঁচে নেই। তবে তাকে আমরা দেখিনি। তার জীবনের স্মৃতিময় কথাগুলো আমরা এখনোও শুনতে পাই। জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্ন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন।

ইউপি সচিব মুহাম্মদ রাকিবুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার) মোঃ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল মিয়া,
বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত নায়েক) মোঃ দেলওয়ার হোসেন খান, ছাট সসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোক্তার আহম্মেদ মাষ্টার, অবসরপ্রাপ্ত সহকারী স্যাটেলমেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তাউজ্জামান পাটওয়ারী।

অনুষ্ঠানের শুরুতে রামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আল মামুন পাটওয়ারী বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান।

স্মৃতিচারণ কালে মুক্তিযোদ্ধারা বলেন, এটা অগ্নিঝরা মার্চ মাস। স্বাধীনতার মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের মাস।কিসের ট্রেনিং, কিসের অস্ত্র। আমরা জীবনের কথা চিন্তা করি নি। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি।নতুন প্রজন্মের উদ্দেশ্যে তারা বলেন, আমাদের অনেক বয়স হয়েছে। হয়ত আর বেশীদিন আমরা এ পৃথিবীতে বেঁচে থাকবো না। তবে তোমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও বুঝার চেষ্টা করবে। তাহলেই আমার ভাইয়ের দেয়া রক্ত, মা-বোনের দেওয়া সম্ভ্রম বৃথা যাবে না। 

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৩ মার্চ ২০২২