স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকল্পে সাতদিন ব্যাপী মেলা উপলক্ষে ১৩ মার্চ রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, ফারুক বিন জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রহিম খান, নির্বাচন কমিশন আবু জাহের ভূইয়া, সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার।
মতলব প্রসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হালদার মোল্লা, সদস্য সমির ভট্টাচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী গনেশ ভৌমিক, সুর্যমুখি কচিকাচা প্রি ক্যাডেটের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মেলা ও মুক্তির উৎসব উদযাপনে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৩ মার্চ ২০২২