Home / চাঁদপুর / স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চাঁদপুরে ১০১‌টি প্রদীপ প্রজ্বলন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চাঁদপুরে ১০১‌টি প্রদীপ প্রজ্বলন

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ১০১তম জন্মবা‌র্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ভয়াল ২৫ মার্চ কা‌লো রাতের সকল শহীদ‌দের স্মর‌ণে চাঁদপুর জেলা স্বেচ্ছসেবক লীগ ১০১‌টি প্রদীপ প্রজ্বলন ক‌রে‌ছে।

২৫ মার্চ রাত সা‌ড়ে ১১টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনা‌রে এই প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন জেলা স্বেচ্ছসেবক লীগের যুগ্ম আহবায়ক ফের‌দৌস মোর‌শেদ জু‌য়েল, কে এম মাসুদ, রন‌জিৎ সাহা মুন্না, শাহ আলম খান, মারুফ আনাম, সি‌দ্দিকুর রহমান, রা‌সেল আহ‌মেদ, মাহতাব হোসেন রা‌সেল, সৈয়দ লুৎফুর রহমান এসএলআর, কিরন ভূঁইয়া, তাপস রায়, কামরুল হাসান সো‌হেল, জাকা‌রিয়া গাজী, খ‌লিলুর রহমান, না‌ছির উদ্দিন নিশান, হা‌বিবুর রহমান, জু‌য়েল কা‌ন্তি নন্দু, শাহ আলম প্রমূখ।

প্রতিবেদকঃকবির হোসেন মিজি,২৬ মার্চ ২০২১