বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর মাসুদুল ইসলাম বুলবুল বলেছেন, ‘শেখ মুজিব বাকশাল তৈরী করে চোর উপহার দিয়েছে। আর তার কণ্যা শেখ হাসিনা ১৫ বছরে ডাকাত উপহার দিয়েছে।ছাত্ররা চেয়েছিল মেধার ভিত্তিতে বৈষম্য দূর করা হোক। কিন্তু তিনি গুলি করে নিরীহ ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিলেন।টেন্ডার বাজী, লুটপাট, ফাইল আটকে রাখা, টাকার বিনিময়ে অফিস আদালতে কাজ না করা দূর করতে হলে কোরআনের শাসন প্রয়োজন। স্বাধীনতার সুখ মানুষের ঘরেঘরে পৌছাতে হলে কোরআনের শাসনের বিকল্প নাই। জামায়াতে ইসলামীকে ক্ষমতায়নের মাধ্যমেই স্বাধীনতার সুখ উপভোগ করতে পারবে এ জাতি।’
১৬ ডিসেম্বর সোমবার বিকালে দারুসসালাম ইসলামিক সেন্টারের হলরুমে চাঁদপুর শহর জামায়াতের মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, ‘যে টার্গেটকে সামনে রেখে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এখান থেকে বৈষম্য দূর করা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। কিন্তু আমরা কি দেখলাম। স্বাধীনতার ৫৩ বছরের ২৬ বছর আওয়ামী লীগ এদেশ শাসন করলো। এসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে পুরো স্বাধীনতাকে জিম্মী করে রেখেছিল। শুধু স্বাধীনতাই নয় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাও স্বীকার করেনি। দেখুন বীর শ্রেষ্ঠ, বীর উত্তম এমনকি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে আওয়ামী লীগের কোন নেতা ছিল না। তারা সে সময় ভারতের হোটেলে মদ ও নারী নিয়ে মত্ত ছিল।
জেলা জামায়াতের নায়েবে আমীর প্রকৃত মুক্তিযোদ্ধাদের কথা বলতে গিয়ে বলেন,এই ৫৩ বছরে চেতনার কথা বলে বহু ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে আহবান জানাই, ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং প্রকৃত মুক্তিযোদ্ধা এখনো যারা তালিকায় স্থান পায়নি। তাদেরকে স্বসম্মানে তালিকায় স্থান দিয়ে সকল ভাতা ফিরিয়ে দেয়া হোক।’
চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান বিজয় দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।
জামায়াতের চাঁদপুর শহর সেক্রেটারি শেখ মোঃ বম বেলায়েত হোসেন এর পরিচালনায় বিজয় দিবসে বক্তব্য রাখেন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ,১০ নং ওয়ার্ড জামায়াতের আমীর গোলাম মাওলা, ১২ নং ওয়ার্ড জামায়াতের আমীর মোল্লা মোহাম্মদ হানিফ,শ্রমিক কল্যাণ শহর সেক্রেটারি সাইফুদ্দিন সালেহ।
মহান বিজয় দিবসের আলোচনা সভায় শহীদ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুখতার হোসেন।
নিজস্ব প্রতিবেদক, ১৬ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur