২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নতুন এ পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ষষ্ঠ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে উল্লেখ করা হয়েছে যে,১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। একইসঙ্গে বলা হয়েছে, ২৭ মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন।
রোববার এনসিটিবির ওয়েবসাইটে নতুন শিক্ষাবর্ষের এসব পাঠ্যবই আপলোড করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.চৌধুরী রফিকুল আবরার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা.বিধানরঞ্জন রায় পোদ্দার এ অনলাইন সংস্করণ উন্মুক্ত করেন। জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে এসব পাঠ্যবই পৌঁছে দেয়া হয়েছে ।
সপ্তম,অষ্টম এবং নবম-দশম শ্রেণির বইগুলোতেও মুক্তিযুদ্ধের পটভূমি বর্ণনায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এসব বইয়ে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকা আগের তুলনায় সীমিত রাখা হয়েছে। তবে সপ্তম শ্রেণির বইয়ে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং বঙ্গবন্ধুর ছবির উপস্থিতি রয়েছে।
নতুন এ পাঠ্যক্রমে স্পষ্টভাবে লেখা হয়েছে যে, ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং এর পরদিন ২৭ মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও ঘোষণা পাঠ করেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয়নি।
জানুয়ারি ৫, ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur