শাহরাস্তিতে স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর বাজারে অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলার স্বর্ণ শিল্প মালিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শাহরাস্তি উপজেলা স্বর্ণ শিল্প মালিক শ্রমিকদের নিয়ে সরকার অনুমোদিত স্বর্ণ নীতিমালা ২০১৮ ইং এবং সংশোধিত ২০২১ইং বাস্তবায়নের লক্ষ্যে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির আহবায়ক মোঃ ইদ্রিস মিয়া।
বাংলাদেশ স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আশ্রাফের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ কামাল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, বাংলাদেশ স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া,দপ্তর সম্পাদক মোঃ আলতাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ আরিফ হোসেন, চাঁদপুর জেলা কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, শাহরাস্তি উপজেলা কমিটির আহবায়ক মোঃ হাবীবুর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ কবির পোদ্দার, হোসেনপুর বাজার পরিচালনা কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন স্বর্ণ শিল্প ও মালিক-শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা স্বর্ণ শিল্প নিয়ে সরকার অনুমোদিত নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করেন।
প্রতিবেদক: মো.জামাল হোসেন, ২৪ সেপ্টেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur