দেশের বাজারে সব ধরণের স্বর্ণের দাম কমছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১ হাজার ৪৫৮ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় বাংলাদেশে কমিয়েছে বাজুজ। নতুন মূল্য সোমবার (১৫ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় শনিবার দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।
আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার মূল্য নির্ধারণ করে বাজুস। চলতি বছর আট দফা সোনার দাম বেড়েছে। এর আগে গত ৩১শে মে সোনার দাম একবার কমেছিল। সর্বশেষ গত ২৬ শে জুন ভরিতে সোনার দাম এক হাজার ২২৪ টাকা বাড়ানো হয়েছিল।
সোমবার (১৫ নভেম্বর) থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকা। বর্তমানে এ দাম ৪৮ হাজার ৩৪৭ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি সোনার দাম রবিবার পর্যন্ত ৪৬ হাজার ১৮৯ টাকা, এক দিন পরেই এ দাম কমে হবে ৪৪ হাজার ৬৭৩ টাকা। সোমবার থেকে ১৮ ক্যারেটের সোনা ভরিপ্রতি ৩৯ হাজার ৫৯৯ টাকার পরিবর্তে ৩৮ হাজার ৪৯১ টাকায় বিক্রি হবে।
সোনার দাম ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৫১৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে এক হাজার ১০৮ টাকা কমেছে। সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের নতুন দাম হবে ২৬ হাজার ১১ টাকা, এ মানের সোনা বর্তমান দাম ২৭ হাজার ৫২৭ টাকা।
এ ক্ষেত্রে দাম কমেছে এক হাজার ৫১৬ টাকা। সোনার সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও কমেছে। ২১ ক্যারেটের ভরিপ্রতি রুপার দাম বর্তমানে এক হাজার ১০৮ টাকা। সোমবার থেকে এ দাম কমে হবে ৯৩৩ টাকা।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৩:৪০ পিএম, ১৫ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ