দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরির দাম কমে দাঁড়াচ্ছে ৭১ হাজার ৯৬৭ টাকায়।
শনিবার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামীকাল (রোববার) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
ঢাকা ব্যুরো চীফ,১৯ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur