ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ব্যবসায়ীর ঘর থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

চাঁদপুরের ফরিদগঞ্জে দিনে-দুপুরে বসত ঘরের তিনটি ষ্টিলের আলমিরার তালা ভেঙ্গে নগদ ৮৫ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে অজ্ঞাত চোরের দল । ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার কাছিয়্ড়াা গ্রামের ব্যবসায়ী জামাল হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার সময় ব্যবসায়ী জামাল হোসেনের স্ত্রী শারমিন আক্তার বসত ঘরে তালা মেরে একমাত্র ছেলেকে সাথে নিয়ে চরবড়ালী গ্রামে বাবার বাড়িতে যায়। ওইদিন দুপরে জামাল হোসেন বাড়িতে গিয়ে দেখে তার বসত ঘরে তালা ভাঙ্গা। ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পায় ৩টি স্টিলের আলমারির তালা ভাঙ্গা এবং মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

এবিষয়ে ব্যবসায়ী জামাল ও তার স্ত্রী শারমিন আক্তার এ প্রতিনিধিকে জানান , কৌশলে বসত ঘরের মূল ফটকের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চোরের দল স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ৮৫ হাজার টাকা, ৬ ভরি স্বর্নালংকার, মোবাইল ফোন এবং একটি ট্যাব নিয়ে যায়। এ বসত ঘরে চুরির খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কমিশনার মোহাম্মদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও ব্যবসায়ী জামাল হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে পৌর এলাকায় দিনে দুপুরে এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে এক অজানা আতংক বিরাজ করছে।

প্রতিবেদক : শিমুল হাছান, ২৮ জুলাই ২০২০

Share