অভিনেত্রী ঈশিকা খানকে অজ্ঞান করে তার বিয়ের সব স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বাসার গৃহকর্মী। চায়ের সাথে ‘নেশাজাত’ দ্রব্য মিশিয়ে খাওয়ানোয় বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাতে ফেসবুকে এসব কথা জানান ঈশিকা নিজেই।
পরে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, সোমবার রাতে বাসার সবাইকে চা খাওয়ায় তাদের বাসার গৃহকর্মী। সংবেদনশীল সিডেটিভের অতিরিক্ত মাত্রায় সবাই ঘুমিয়ে পড়েন। সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ফেসবুক স্ট্যাটাসে ঈশিকা জানান, ‘আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে ধানমণ্ডি ২৭ নম্বর বাসায় ফেরার পর যখন গৃহকর্মীর খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না তখনই সন্দেহ হয়। এরপর আলমিরা ও অন্যান্য জায়গায় দ্রুত খুঁজে দেখেন সব স্বর্ণালংকার খোয়া গেছে।’
জানা যায়, ‘ঈশিকার বিয়ের সমস্ত অলংকারই গৃহকর্মী নিয়ে পালিয়েছে। সব স্বর্ণলংকার ও খোয়া যাওয়া জিনিসপত্রের মূল্যমান কত হবে জানার জন্য ফোন দিলে তিনি ফোনকল ধরেননি।’
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৫:২০ এএম, ২৭ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur