চাঁদপুর শহরের প্রীতি শিশু একাডেমি ও প্রীতি মিডিয়ার প্রতিষ্ঠিতা এবং পাক্ষিক চাঁদনগর পত্রিকার উপদেষ্টা স্বর্গীয়া প্রীতি রাণী ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৭ নভেম্বর সোমবার চাঁদপুর শহরের জোড়পকুর পাড়স্থ প্রীতি রাণী ঘোষের নিজ বাসভবন ‘প্রীতিকুঞ্জে’ এ শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়। একই সাথে ঘোষ পরিবারের পূর্বপুরুষ স্বার্গীয় মুখময় ঘোষ, স্বার্গীয় সুধাংশু ভুষণ ঘোষ, স্বর্গীয় হরিহর ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান করা হয়।
সকাল ৭টা থেকে শুরু হয় দ্বিতীয় সাংমাসিক শ্রাদ্ধ ও একাদশ এবং দ্বাদশ মাসিক শ্রাদ্ধকর্ম। এরপর পর্যায়ক্রমে চার পুত্র, পুত্রবধূ এবং কন্যারা ছয়দান করেন। সপিণ্ডীকরণ শ্রাদ্ধাদের মধ্যদিয়ে শ্রদ্ধাকর্ম শেষ হয়। এছাড়াও স্বর্গীয়া প্রীতি রাণী ঘোষের আত্মার শান্তি কামনায় ব্রাহ্মণ ও স্বজনদের মাঝে মধ্যাহ্নভোজের প্রসাদ বিতরণ এবং ব্রাহ্মণ ও গরীব দুখিদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতেণ করা হয়। সবশেষে সান্ধ্যকালিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ও নামসংকৃত্তনের আয়োজন করা হয়।
প্রীতি রাণী ঘোষের অশোচান্ত শ্রাদ্ধের কর্মকান্ড পরিচালনা করেন বাংলাদেশ বাহ্মন সংসদ চাঁদপুর জেলা শাখার সভাপতি পণ্ডিত কালিপদ চক্রবর্তী। পুরোহিত ছিলেন হামানকর্দী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পণ্ডিত শ্রী পলাশ চক্রবর্তী।পারিবারিক এ আয়োজনে স্বর্গীয় প্রীতি রাণী ঘোষের ছেলে-পুত্রবধু, কন্যা, নাতি-নাতনীসহ
পরিবারবর্গের সকল সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : প্রীতি রাণী ঘোষ ২০২১ সালের ১৮ নভেম্বর হৃদক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। তিনি চাঁদপুর শহরের গুয়াখোলা ও জোড়পকুর পাড় নিবাসী স্বর্গীয় সুখময় ঘোষের স্ত্রী। স্বর্গীয় প্রীতি রাণী ঘোষ পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক সাবিত্রি রাণী ঘোষের মা।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৭ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur