স্বপ্নের মতো খেলে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিছুদিন আগেই জিতেছে এশিয়া কাপের ট্রফি। এরপর দেশের বাইরে প্রথম সিরিজ জয়ের রেশ থাকতেই আরেক অর্জনে সমৃদ্ধ হল বাংলাদেশের নারী ক্রিকেট। বৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
নেদারল্যান্ডসের আর্মসটেলভিনে বাছাইপর্বের সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলে ১২৫ রান। এরপর স্কটল্যান্ডকে টাইগ্রেসরা আটকে রাখে মাত্র ৭৬ রানে। অনায়াস জয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল সালমা খাতুনের দল।
একইসঙ্গে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে উঠে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আয়ারল্যান্ডও।
প্রথম সেমিফাইনালে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারিয়েছে তারা।
শনিবার বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ।
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur