Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
স্বপ্নঘুড়ী

কচুয়ায় স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

কচুয়ায় ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল ম্যাচের উদ্বোধনী খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

১১ জুন শুক্রবার বিকেলে গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, উপজেলা যুবলীগের সদস্য, স্বপ্নঘুড়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ৮নং কাদলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নূরে-ই আলম রিহাত।

এসময় সাবেক ছাত্রনেতা বাকের মজুমদার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জগলু খান, যুবলীগ নেতা হামিদ খান, কাইয়ুম খান, নাছির খান, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রনি, রাজন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একই দিনে তিনি চক-মোহাম্মদপুর গ্রামবাসীর সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু