চাঁদপুর

চাঁদপুর সরকারি মহিলা কলেজে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি রোববার সকালে কলেজের অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক।

ইংরেজি বিভাগের প্রভাষক মো. জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. মোতাসিম বিল্লাহ্। সেমিনারে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষা ও দীর্ঘ সংগ্রামের ফসল আজকের এই বাংলাদেশ। তাই বাঙালি জাতি তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য তীব্র আকাঙ্খায় অপেক্ষা করছিল। ১০ জানুয়ারি ১৯৭২ সে অপেক্ষার অবসান ঘটে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আফসার আলী শিকদার। অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহযোগী অধ্যাপকগণ, সহকারী অধ্যাপকগণ, প্রভাষকগণ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদকঃশরীফুল ইসলাম,১০ জানুয়ারি ২০২১

Share