মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা স্কুল এন্ড কলেজে ১০ জানুয়ারি রোববার জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বেলা ১১টার দিকে কাচিয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা রাসেল পাটোয়ারী নিলয়, অত্র স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সদস্য মজিবুর রহমান, কাচিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আলাউদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি কামাল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শামিম তালুকদার, যুবলীগ নেতা বাবলু তালুকদার, আবুল খায়ের শ্যামল, ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন।
আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন কাচিয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল করিম। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ব্যতীত সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur