ফরিদগঞ্জ

স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেনি ফরিদগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কোন কর্মসূচি পালন করেনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ। ফলে উপজেলা জুড়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। দলীয় বিভাজনই বঙ্গবন্ধুর প্রতি এ অবমাননার জন্য দায়ী বলে মনে করছেন দলীয় নেতাকর্মীদের কেউ কেউ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, গত বছর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন কালে বর্তমান এমপির কর্মী ও জামাত শিবিরের লোকজনসহ আমাদের উপর হামলা করেছে। সেই মামলার হাজিরা দিতে আজ আমরা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগর নেতা কর্মীরা আদালতে হাজির ছিলাম। আমরা আদালতে হাজিরা দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছি।

প্রসঙ্গত,গত বছর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা চলাকালীন সময়ে যুবলীগের একাংশের হামলার শিকার হয় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। এ সময় রাজনৈতিক নেতা, পুলিশ ও সাংবাদিকসহ অনেকে আহত হন। হামলার সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিও ভাঙ্গচুর করা হয় তখন।

প্রতিবেদক:শিমুল হাছান,১০ জানুয়ারি ২০২১

Share