১% ভোটারের স্বাক্ষরে গরমিলে বাদ ২২ স্বতন্ত্র প্রার্থী

চট্টগ্রাম ও ফেনীতে বাতিল ৫৩ মনোনয়নপত্রের মধ্যে ২২টি স্বতন্ত্র প্রার্থীর। চট্টগ্রামে মনোনয়নপত্র বাতিল হওয়া ৪১ জনের মধ্যে ১৬ এবং ফেনীতে মনোনয়নপত্র বাতিল হওয়া ১২ জনের মধ্যে ছয়জনই স্বতন্ত্র।

১% ভোটারের স্বাক্ষরযুক্ত নথিতে গরমিলের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১৮ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। চার দিন ধরে চলা যাচাই-বাছাই কার্যক্রমে ৪১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সমর্থনযুক্ত ভোটার তালিকার গরমিলের পাশাপাশি ঋণখেলাপি হওয়ার কারণে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো.মোয়াহেদুল মাওলার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক উপকোষাধ্যক্ষ এস এম ফজলুল হক,সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা ও মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ।

১ % ভোটারের তথ্য দৈবচয়নের ভিত্তিতে যাচাই-বাছাই করে সঠিক প্রমাণিত না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

একই কারণে স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের মো.আজাদ চৌধুরী,চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের মিলন কান্তি শর্মা,চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনের মোহাম্মদ আরমান আলী ও মো.ওমর ইউসুফ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দলীয় মনোনয়ন ছাড়া বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করায় স্বতন্ত্র প্রার্থী আলী আব্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনে ১ শতাংশ ভোটারের সত্যতা না পাওয়ায় মো. মিজানুল হক চৌধুরী ও মো.নুরুল আনোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মোহাম্মদ আশরাফ ছিদ্দিক ও শহিদুল ইসলাম চৌধুরীর দলীয় মনোনয়ন না থাকায় প্রার্থিতা বাতিল করা হয়েছে।

১ % ভোটারের স্বাক্ষরযুক্ত নথিতে গরমিলের কারণে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জিন্নাত আক্তার ও আহমদ কবির এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া ও একেএম আবু তাহেরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন,‘যাদের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে, তারা প্রত্যেকে আপিলের সুযোগ পাবেন। ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে। ১০-১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে।’

৬ জানুয়ারি ২০২৬
এ জি