সারাদেশ

নৌকার প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্য্যালয়ে হামলা, গাড়ী ভাংচুর ও নেতাকর্মীকে মারধর এবং হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবু জাহের।

৮ ডিসেম্বর সোমবার দুপুরে কুমিল্লা নগরীর বাগিচাগাওঁ তার নিজ বাসায় এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু জাহের অভিযোগ করেন, তার প্রতিদ্ধন্ধী নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আনারস প্রতীকের চারটি গাড়ী ভাংচুর করেছে। এছাড়া বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়ে আনারস প্রতীকের ২৪জন নেতাকর্মীকে আহত করা হয়েছে।

নির্বাচনের দিন প্রকাশ্যে ভোট কেটে নেয়ারও হুমকী দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনকে নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া ও নির্বাচনী মাঠে এখন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানান।

প্রসঙ্গত, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের এর মৃত্যুতে এ পদটি শুণ্য হয়। আগামী ১০ ডিসেম্বর এ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুমিল্লা করেসপন্ডেন্ট, ৭ ডিসেম্বর ২০২০

Share