কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বৃহস্পতিবার আ.লীগের বিরোধী প্রার্র্থী আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীকে পরাজিত করে নতুন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এর আগে গত কিছুদিন আগে অসুস্থতাজনিত কারণে সাবেক চেয়ারম্যান আবু জাহেরের মৃত্যুতে পদটি শুণ্য হয়েছিল।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা ভোট চলে। ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। নির্বাচনে বিজয়ী প্রার্থী ৪০ হাজার ৫’শ ৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আ’লীগের নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর খান চৌধুরী পেয়েছেন। ৩৬ হাজার ৬’শ৩৯ ভোট।
এছাড়াও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী শাহ আলম সরকার ২৮০ ভোট,ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতীক নিয়ে আল আমিন ১২১ ও স্বতন্ত্র প্রার্থী আবু সায়েম বাপ্পী ৮৭ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন সিনিয়র অফিসার জাহাঙ্গীর খান সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১০ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur