স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার ঘোষণা দেন হাজী ইয়াছিন
কুমিল্লা- ৬ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন আনুষ্ঠানিক ভাবে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আজ দুপুরে নগরীর ধর্মসাগরের পাড় তার নিজ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। দলের চেয়ারপার্সন তারেক রহমানের কথায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়ানোর এ সিদ্ধান্ত নেন বলে তিনি জানান ।
আগামী নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি নির্বাচনী এলাকায় বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেন দলের চেয়ারপার্সন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-কুমিল্লা -৬ সদরের বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী,দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কুমিল্লা- ৮ বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ,কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন,মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির সাথারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৯ জানুয়ারি ২০২৬