চাঁদপুর

স্বচ্ছতা এবং জবাবদিহিতায় চাঁদপুর পৌরসভা এক নাম্বারে : মেয়র

চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের ৪৭ টি পৌরসভার মধ্যে চাঁদপুর প্রথম হয়েছিলো। বাংলাদেশের মধ্যে চাঁদপুর পৌরসভা স্বচ্ছতা এবং জবাবদিহিতায় এক নাম্বারে রয়েছে। আমরা সব সময় জনসম্মুর্খে আমাদের কার্যক্রম প্রকাশ করি। এখানে কোন লুকোচুরি হয় না। এই পৌরসভা একটি দুর্নীতিমুক্ত পৌরসভা।’

বুধবার (৫ এপ্রিল) জাতীয় নগর দারিদ্রতা হ্রাসকরণ কর্মসূচী (NUPRP) এর আওয়তায় (NDBUS) এর মাধ্যমে চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ড নিয়ে তথ্যকোষ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যে কোন কাজের পূর্বে পরিকল্পনা করতে হয়। তাহলে ওই কাজে সফল ভাবে আমরা সমাপ্ত করতে পারবো। আর এই প্রাথমিক পরিকল্পনার মাধ্যেমে কাজ আরো এগিয়ে যায়। এটা হলো আমাদের অনুষ্ঠানের মূল কথা। আমাদের সরকার কাজ করছে এবং আন্তজার্তিক ভাবে এই প্রকল্প কাজ করছে।’;

তিনি আরো বলেন, ‘চাঁদপুরে আমাদের টিএলসিসির সভাটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত সমৃদ্ধ। আর এখানে যারা আছেন সবাই আন্তরিক ভাবে কাজ করছেন এবং তারা আমাদেরকে পরামর্শ দেন আমরা তা বাস্তবায়ন করে থাকি। এর মধ্যেই চাঁদপুর পৌরসভা ানেক সমস্যার সমাধান করেছে।’

চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দদা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, পৌরসভা কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রশিদ সর্দার, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নুর।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, শাহনাজ রহমান, হুমায়ন কবির খান, কাউন্সিলর নাছির চোকদার, বিল্লাল হোসেন মাঝি, ডিএম শাহাজাহান, মামুনুর রহমান দোলন, মাঈনুল ইসলাম পাটওয়ারী, শাহআলম বেপারী, আয়শা রহমান, মালেক বোপরী, ফরিদা ইলিয়াস, লায়লা চৌধুরী, আলমগীর খানসহ টিএলসিসির বিভিন্ন সদস্যবৃন্দ।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ০৯: ১৩ পিএম, ৫ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ

Share