চাঁদপুর

স্থানীয় সরকারের উপ-পরিচালককে বিদায়ী সংবর্ধনা

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ওয়াহিদুজ্জামানকে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বিদায়ী সংবর্ধনা জানিয়েছেন।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিদায়ী অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান।

স্থানীয় সরকার বিভাগের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের সহকারি পরিসংখ্যান কর্মকর্তা অজিত সরকার, অফিস সহকারি রুহুল আমিন সর্দার, রুবিনা ইসয়াসমিন, অফিস সহায়ক খালেদা, ড্রাইভার হারিছ গাজী, ইউনিয়ন পরিষদ সচিব মোস্তফা খান, রায়হান বকাউল, আব্দুল কুদ্দস আখন্দ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান একজন ভালো কর্মকর্তা ছিলেন। তিনি মানুষের কল্যাণে সমবসময় কাজ করেন। তিনি সৎ ও নিরাপেক্ষ নিষ্ঠার সাথে কাজ করেছেন। সরকারি চাকরিজীবি কর্মকর্তারা এক অফিসে চিরকাল থাকে না। তারা দেশের উন্নয়নে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। ওয়াহিদুজ্জামান আমাদের সুখে দুখে সবসময় পাশে দাঁড়াতেন।’

প্রতিবেদক- আনোয়ারুল হক : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share