চাঁদপুর শহরে এলাকার স্থানীয় লোকদের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এলাকা লকডাউন করা হয়েছে। বুধবার সকালে শহরের নাজিরপাড়া ও মাদ্রাসা রোড এলাকায় বাঁশ দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় মিন্টু ও মামুন জানান, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে এলাকাবাসীদের নিজ উদ্যোগে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেনো ঘর থেকে বের না হয়, সকলে যেনো নিজ নিজ ঘরে অবস্থান করে তাই প্রতিনিয়ত আমরা এলাকায় থেকে তদারকি করছি। এখন শুধু যার যার স্থান থেকে সচেতন হয়ে নিয়ম মানার পালা। তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, অতি প্রয়োজন ছাড়াা কেউ যেনো ঘর থেকে না হয়, এজন্য প্রশাসনে পক্ষ থেকে ত্রাণ যাবে বাড়ি কার্যক্রম হাতে দেওয়া হয়েছে। সেখোনে সকলের বাসায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে সকলে ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৮ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur