Home / ইসলাম / মুসলিম আইনে যেসব কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে
Jogra..
প্রতীকী ছবি

মুসলিম আইনে যেসব কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে

মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন ১৯৩৯ অনুযায়ী মুসলিম আইনে বিবাহিত কোনো নারী নিচের এক বা একাধিক কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবেন।

১. স্বামী কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া তিন বছর ধরে বিবাহিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে।
২. দুই বছর যাবত স্বামী কর্তৃক অবহেলিত এবং স্বামী ভরণপোষণ দিতে ব্যর্থ হলে।
৩. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ এর বিধান লঙ্ঘন করে অন্য স্ত্রী গ্রহণ করলে।
৪. চার বছর পর্যন্ত স্বামীর কোনো খোঁজখবর পাওয়া না গেলে।
৫. স্বামী ৭ বছর বা তার বেশি মেয়াদের জন্য কারাদণ্ড প্রাপ্ত হলে।
৬. বিয়ে করার সময় স্বামী পুরুষত্বহীন হলে এবং এই অবস্থা অব্যাহত থাকলে।
৭. দুই বছর ধরে স্বামী অপ্রকৃতস্থ থাকলে বা কুষ্ঠ রোগ বা সংক্রামক যৌন ব্যাধিতে ভুগলে।
৮. ১৮ বছর বয়স হওয়ার আগেই যদি অভিভাবকের মাধ্যমে বিয়ে দেওয়া হয় এবং স্বামী-স্ত্রী সহবাস বা, বসবাস না করে তাহলে ১৯ বছর বয়স হওয়ার আগেই এই বিয়ে প্রত্যাখ্যান করলে।
৯. স্ত্রীর প্রতি স্বামী নিষ্ঠুর আচারণ করলে।

এক্ষেত্রে নিষ্ঠুর আচরণগুলো হল:

ক) খারাপ চরিত্রের নারীদের সঙ্গে মেলামেশা করলে বা অনৈতিক জীবনযাপন করলে।
খ) স্ত্রীকে অনৈতিক জীবনযাপানে বাধ্য করার চেষ্টা করলে।
গ) স্ত্রীকে মারপিট বা শারীরিক নির্যাতন ও নিষ্ঠুর আচরণ করে স্ত্রীর জীবন দুর্বিষহ করে তুললে।
ঘ) স্ত্রীর সম্পত্তিতে হস্তক্ষেপ করলে বা তার স্ত্রীর সম্পত্তির অধিকারে বাধা প্রদান করলে।
ঙ) স্ত্রীর ধর্মকর্ম পালনে বাধা দিলে।
চ) একাধিক স্ত্রী থাকলে পবিত্র কোরআনেরর বিধান মোতাবেক সমান ব্যবহার করতে ব্যর্থ হলে।

এসব আচরণের জন্য কাবিননামায় তালাকের ক্ষমতা উল্লেখ না থাকা সত্বেও স্ত্রী তাঁর স্বামীকে তালাক প্রদান করতে পারবেন।

অন্য যে কোনো সংগত কারণে বিবাহ বিচ্ছেদ হতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে, উল্লেখিত যে কোনও একটি কারণে বিবাহ বিচ্ছেদ চাইতে হলে স্ত্রীকে আদালতের মাধ্যমে যেতে হবে।

মনে রাখতে হবে যে, তালাক নিবন্ধন বাধ্যতামূলক আর তাই যে এলাকায় তালাক কার্যকর করা হয়েছে সেই এলাকার নিকাহ রেজিস্ট্রার দিয়ে তালাক নিবন্ধন করাতে হবে।

উল্লেখ করার মতো বিষয় হলো, রাসূল (স.) বলেছেন, আল্লাহর কাছে দুটি হালাল জিনিস অপছন্দনীয়, একটি হলো ভিক্ষাবৃত্তি, অপরটি তালাক। অথ্যাৎ ভিক্ষা এবং তালাকের বিষয়টি ধর্মীয় বৈধতা থাকলেও আল্লাহ তায়ালা এ দুটো জিসিন অপছন্দ করেন।

বার্তা কক্ষ
: আপডেট, বাংলাদেশ সময় ৬:১০ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ