কচুয়া

স্ত্রী সাক্ষী দেয়ায় স্বামীর ওপর হামলা

কচুয়ায় বহুল আলোচিত জয়নাল আবেদিন হত্যা মামলা

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে বড়দৈল গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদিন হত্যা মামলার ঘটনায় স্ত্রী সাক্ষী দেয়ায় স্বামীর ওপর হামলা করা হয়েছে। উপজেলার আতিশ্বর এলাকার আঠালিয়া ব্রীজ সংলগ্ন তাজু মিয়ার বাড়ির সামনে হামলার এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত মোঃ আবদুল কাদির (৪০) বর্তমানে মতলব দঃ উপজেলার পিতাম্বর্দি এলাকা সংলগ্ন আরিফের মোড়ে ডাঃ মনির হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

হামলাকারীদের ভয়ে আহত আবদুল কাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা আশেপাশের হাসপাতালে চিকিৎসা সেবা দিতে পারেনি এবং বর্তমানে তাকে বাড়ি নিতে দেয়নি বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছে।

জানা গেছে, চলতি বছরের ৫ ফেব্র“য়ারি রাতে বড়দৈল গ্রামের অধিবাসী ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদিন ওরফে হাজারী (৬৫) কে সন্ত্রাসীরা শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

বাদীর দাবির পেক্ষিতে মামলাটি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের জন্য সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়।

এঘটনায় সম্প্রতি সিআইডির কর্মকর্তা মোঃ এনামূল হক বড়দৈল গ্রামে সরেজমিনে মামলার তদন্ত করে। এতে ওই মামলার সাক্ষী বড়দৈল গ্রামের আবদুল কাদেরের স্ত্রী শাহিনা বেগম সিআইডি পুলিশের নিকট ঘটনার সাক্ষী দেয়।

এ ঘটনায় আতিশ্বর গ্রামে চান মিয়া, শামিম, নোমানসহ অন্যান্য বিবাদীরা ক্ষিপ্ত হয়ে সাক্ষী শাহিনা বেগমের স্বামী আবদুল কাদেরকে নিজ গ্রাম থেকে তুলে এনে আতিশ্বর গ্রামের আঠালিয়া ব্রীজ সংলগ্ন তাজু মিয়ার বাড়ির সামনে এনে বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা তাকে মুমর্ষ অবস্থায় রেখে পালিয়ে যায়।

কচুয়া করেসপন্ডেন্ট 

|| আপডেট: ০৫:১৮ পিএম,২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার

 এমআরআর

 

 

Share