Home / চাঁদপুর / স্ত্রীর মামলায় চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক জেলে
স্ত্রীর মামলায় চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক জেলে

স্ত্রীর মামলায় চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক জেলে

স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় চাঁদপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সাজ্জাদ হোসেন মজুমদারকে মঙ্গলবার (৭ জুন) আদালতে জামিন চাইতে গেল বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

মামলার বিবরণে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা বাসিন্দা বর্তমান প্রফেসর পাড়ার ভাড়াটিয়া প্রভাষক সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫) পুরানবাজার পূর্ব শ্রীরামদী এ.কে এম ফেরদৌসের মেয়ে সুমনা রহমান রতœা (২৩) এর সাথে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্ত্রীকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানুষিক নির্যাতন করতে শুরু করে। উভয়ের মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী সুমনা রহমান রতœা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন।

উচ্চ আদালত থেকে ৩৬ দিনের অস্থায়ী জামিন নিয়ে চাঁদপুরে আসেন।

জামিনের সময়সীমা পেরিয়ে গেলে তিনি চাঁদপুর নি¤œ আদালতে জামিন নেয়ার জন্য আত্মসমর্পণ করেন। এসময় বাদী পক্ষের অ্যাডভোকেট গাজী সাইফুল ইসলাম আদালে জামিনের বিরোধিতা করেন এবং আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রতিবেদক- শাওন পাটোয়ারী
: আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ এএম, ৮ জুন ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply