Saturday, May 02, 2015 02 May, 2015
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে বিমান বাহিনীর এক কর্মকর্তাকে খুন করেছেন তার স্ত্রী। এ কাজে তাকে সহায়তা করেছে তার ১৭ বছরের প্রেমিক। এনডিটিভি এ খবর জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিমান বাহিনীর সার্জেন্ট রমেশচন্দ্র(৪০) শনিবার সাউথ দিল্লির সুব্রত পার্ক এলাকায় তার নিজ বাড়িতে গত ১০ এপ্রিল খুন হন। তার স্ত্রী ২৮ বছরের সুধা চন্দ্র তাকে হত্যা করেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ কাজে তাকে সহায়তা করে তার কিশোর প্রেমিক। প্রেমিক তাদের প্রতিবেশী আর এক বিমান কর্মকর্তার ছেলে। স্বামীকে হত্যা করার পর সুধা প্রতিবেশীদের বলেন, রমেশচন্দ্র হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং একটি সাময়িক ডেথ সার্টিফিকেট দেন।
পরে গত পহেলা মে লাশের ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর তার হত্যার ঘটনাটি প্রকাশিত হয়।
এ ঘটনায় গত ৬ মে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সুধাচন্দ্রকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। পুলিশি জেরার মুখে তিনি প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। তার প্রেমিককে আটক করে কিশোর সংশোধানাগারে পাঠিানো হয়েছে। স্বামীকে হত্যার অভিযোগে শুধাচন্দ্রকেও আটক করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ওই নারী পুলিশকে আরো বলেন, উত্তর প্রদেশ থেকে দিল্লিতে আসার পর গত এক বছর ধরে তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। সম্প্রতি প্রতিবেশী এক কিশোরের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সে প্রায়ই তাদের বাসায় আসতো।
স্ত্রীর পরাকীয়ার কথা জানার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েন রমেশচন্দ্র । তিনি সারাক্ষণ মদে ডুবে থাকতেন। এতে তাদের বিবাহিত জীবনে আরো টানাপোড়েন তৈরি হয়। তখন সুধাচন্দ্র স্বামীকে হত্যা করার সিদ্ধান্ত নেন বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
সার্জেন্ট রমেশচন্দ্র ও সুধার চার বছরের একটি মেয়ে আছে।
এমআরআর/2015
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে ক্লিক করে লাইক দিন :
https://www.facebook.com/chandpurtimesonline/likes