বিশেষ সংবাদ

স্ত্রীকে ন্যাড়া করে আঙ্গুল কেটে দিয়েছে স্বামী

২০১৫ এপ্রিল ০৭ ১৫:১৫:৩১

সাভার প্রতিনিধি :

সাভারে যৌতুক না পেয়ে শাহানাজ আক্তার (২৫) নামে এক গৃহবধূর মাথার চুল ও হাতের আঙ্গুল কেটে নিয়েছে তার স্বামী আবু হামিদ। মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার গেণ্ডার মহল্লায় এ ঘটনা ঘটে।

পরে ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

প্রতিবেশী হাজেরা বেগম জানান, মাঝেমধ্যেই যৌতুকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালেও তাদের মধ্যে ঝগড়া শুরু হলে বঁটি দিয়ে গৃহবধূর হাতের আঙ্গুল ও মাথার চুল কেটে দেয় তার স্বামী। এ সময় মারধরের প্রতিবাদ করায় স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় আবু হামিদ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বলেন, ‘স্ত্রীকে নির্যাতনের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া স্বামীকে আটকে অভিযান শুরু হয়েছে।’

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

Share