আলোচিত মডেল নায়লা নাঈম স্তন ক্যানসার নির্ণয় নিয়ে সম্প্রতি একটি সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। দুই মিনিটের বিজ্ঞাপনটি নায়লা নাঈম ফেসবুকে প্রকাশ করার পর থেকেই রীতিমতো সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
অনেকেই বলেছেন, নায়লা নাঈমকে নেতিবাচকভাবে এই বিজ্ঞাপনচিত্রে তুলে ধরা হয়েছে। এমন কথার জবাব নায়লা নাঈম দিয়েছেন।
নায়লা নাঈম বলেছেন, ‘এই বিজ্ঞাপনটি ভাইরাল হওয়ার আগে কয়জন মানুষ স্তন ক্যানসার নিয়ে কথা বলেছেন? স্তন ক্যানসার সবাইকে বোঝানোর জন্য সহজভাবে এখানে আমাকে উপস্থাপন করা হয়েছে। আমি একজন শিক্ষিত মেয়ে। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আমি এই কাজটা করছি। কারণ মেয়েরা এখন স্তন ক্যানসার নিয়ে খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন।’
বিজ্ঞাপনটি নির্মাণ করেছে স্ক্রিমিং গার্ল। বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম ও কালারস এফএমের উদ্যোগে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চলতি মাসে ‘Check mate’ নামের একটি সেলফ স্ক্রিনিং সহায়ক অ্যাপ চালু করাও নির্মাতাদের উদ্দেশ্য ছিল বলে জানান নায়লা নাঈম। (এনটিভি)