চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, একটি শিশুর শারিরীক, মানসিক ও মেধা বিকশিত করতে যেভাবে যত্নও পরিচর্যা করা দরকার স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির মধ্যে তা রয়েছে। নামের সাথে প্রতিষ্ঠানের বাস্তবতা রয়েছে। অভিজ্ঞ শিক্ষক ও দক্ষ পরিচালনা পর্যদের সময়োপযোগী সঠিক দিক নির্দেশনার ফলে অজপাড়াগাঁয়ে প্রতিষ্ঠিত হলেও নিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
২৭ নভেম্বর রবিবার বেলা এগারোটায় মতলব পৌরসভার উত্তর নলুয়া বাইপাস সড়ক সংলগ্ন অবস্থিত স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন। তিনি আরও বলেন,প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে নৈপুণ্য প্রদর্শন করে আসছে।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং দোয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক আশরাফুল জাহান শাওলিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাধেশ্যাম মণ্ডল। স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নাজমুন নাহার বলেন, শিশুর জন্য চাই সুন্দর আগামী। আর তার জন্য প্রয়োজন নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ। আমার দেখা স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি উপজেলা পর্যায়ে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে তাদের নৈপুণ্য প্রদর্শন করে আসছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন তপু, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (অব.) লোকমান হেকিম, মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে পঞ্চম শ্রেণীর ছাত্র সিফাত জুবায়ের এবং শিক্ষার্থীদের পক্ষে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সালমা মুশফিকা।
এছাড়াও সাংবাদিক সমীর ভট্টাচার্য বলু, এলাকার সম্মানিত সুধীজন, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহায়তা করেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, মাকসুদুর রহমান রাজু, মঞ্জুরা হাসিনা, আসমা আক্তার, রেহানা পারভীন, আয়েশা আক্তার রুমি, বিবি মরিয়ম।
দোয়া পরিচালনা করেন নলুয়া বাইতুল গফুর জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। পরে বিজয়ী ৫০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ শেষে তাবারক বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৭ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur