চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের কলেজ গেইট সংলগ্নে অবস্থিত স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমি গত ৩ ডিসেম্বর পরিদর্শন করেন একাডেমির চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন।
একাডেমির পরিচালনা পর্ষদ পরিবর্তন ও নতুন জায়গায় স্থানান্তরিত হওয়ার পর তিনি এ প্রথম একাডেমি পরিদর্শনে আসেন।
পরিদর্শনে আসার পর পরিচালনা পর্ষদের সকল সদস্য ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে তিনি অফিস কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতে তিনি এ প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার জন্য নিরলসভাবে কাজ করার জন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম যাতে অক্ষুন্ন থাকে সেজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিচালক লোকমান হোসেন, পরিচালক রিয়াদুল আলম রিয়াদ, প্রধান শিক্ষক সায়েদ উল্ল্যাহ, সদস্য মেহেদী হাসান মহসীন, শাহ আলম বাদল, অভিভাবক সাংবাদিক মাহ্ফুজ মল্লিক, একাডেমির সদস্য আবু তৈয়ব টিটু, নাজিম উদ্দিন, জানিবুল আলম ফিরোজ সরকার, সহকারী প্রধান শিক্ষক জাহানারা আক্তার, শিক্ষক মিথুন, শাওলিন, ফারুক, রাসেল, মিতু, রূপা, আব্দুর রহিম প্রমুখ।
মতলব উত্তর : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ