গাজীপুরে বজ্রপাতে প্রাণ গেলো জেলা ক্রিকেট একাডেমির দু’জন খেলোয়াড়ের। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর জেলা স্টেডিয়ামে খেলার সময় ওই বজ্রপাতের ঘটনা ঘটে। ওই দু’ মৃত ক্রিকেটারের নাম মিজান খান ও নাদিম। এ বছর একাডেমি থেকে তাদের অনূর্ধ্ব-১৬ দলে খেলার কথা ছিলো।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বরকত স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন শুরু হয়েছিল। দুপুরের বৃষ্টির কারণে অনুশীলনে বাধার সৃষ্টি হয়। সবাই মাঠ থেকে দৌড়ে উঠে গেলেও বহিরাগত কিশোরদের সঙ্গে ফুটবল খেলছিল মিজান,নাদিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যেই হঠাৎ বজ্রপাত হয়। মুহূর্তেই মিজান ও নাদিম মাটিতে পড়ে যান।
সহপাঠীরা জানান, তাদের দু’জনেরই এ বছর একাডেমি থেকে অনূর্ধ্ব-১৬তে খেলার কথা ছিলো। নাদিম ওপেননার ও অফস্পিনার ছিলেন আর মিজান ছিলেন পেস বোলার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বজ্রপাতের আলো মাটিতে পড়ল। বিকট শব্দও হয়েছিল। এরপরই তারা দু’জন মাটিতে পড়ে যায়।
এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল অফিসার মো.মোজাহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
বার্তা কক্ষ , ১১ সেপ্টেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur