চাঁদপুর

চাঁদপুরে মোহনায় স্টীমারের ইঞ্জিন বিকল

চাঁদপুরে মেঘনার মোহনায় ৪ শতাধিক যাত্রী নিয়ে যাত্রীবাহী সরকারি রকেট পিএসটার্ন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেে স্টীমারের যাত্রীরা। কিছু সংখ্যক যাত্রী রাতে বিভিন্ন পরিবহন দিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছলেও প্রায় দু’শতাধিক যাত্রী এখনো ঘাটে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।

এদের মধ্যে নবজাতক শিশু সহ ক্যান্সারে আক্রান্ত রোগী রয়েছে। কর্তৃপক্ষের যাত্রীদের নিরাপত্তা ও গন্তব্য স্থানে পৌঁছানোর কোন ব্যবস্থা নেই।

এ বিষয়ে পিএসটার্ন এর ইনচার্জ মাস্টার হাফিজুর রহমান চাঁদপুর টাইমসকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় ৬টায় ঢাকা থেকে ৪ শতাধিক যাত্রী নিয়ে দক্ষিনাঞ্চলের পথে ছেড়ে আসে পিএসটার্ন। পথিমধ্যে চাঁদপুর মোলহেডের কাছে আসলে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়লে অন্য জাহাজের সহায়তায় ‘চাঁদপুর রকেট’ ঘাটে জাহাজটি নিয়ে আসা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে বেলা ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যাত্রীদেরকে চাঁদপুর ঘাটেই নামিয়ে দেওয়া হয়েছে।’

চাঁদপুর ঘাটে থাকা যাত্রীরা রকেট কর্তৃপক্ষের উপরে ক্ষোভ প্রকাশ করে জানান,‘সকালেই তাদেরকে চাঁদপুরের ঘাটে নামিয়ে দেওয়া হয়েছে কোন বিকল্প ব্যবস্থা না করেই। এছাড়া রকেট কর্র্র্তৃৃৃপক্ষ আমাদের টাকা ফিরত না দিয়েই চলে যায়। সরকারি রকেট হয়েও তাদের সেবার মান পুরো নিম্মানন। আমাদেরকে বিকল্প লঞ্চ বা রকেটের ব্যবস্থা করে দেওয়া উচিত ছিলো বলে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।’

এ ঘটনায় বিআইডব্লিউটি কর্মকর্তা আ.রাজ্জাক ও চাঁদপুর নৌ থানার ওসি রেজাউল চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুরে মেঘনা মোহনায় যাত্রীবাহী সরকারি রকেট পিএসটার্ন বিকল হওয়ার ঘটনাটি আমাদের জানা নেই। এই বিষয়ে আমাদের কাছে কেউ আসেনি কিংবা অভিযোগ করেনি।’

প্রতিবেদক:শরীফুল ইসলাম
১৩ ফেব্রুয়ারি,২০১৯

Share