Home / চাঁদপুর / স্টার আল-কায়েদ জুট মিলে ২০ হাজার ব্যাগ উৎপাদন
Star-al-Kayed-Jute-mail
চাঁদপুর স্টার আল কায়েদ জুটমিল

স্টার আল-কায়েদ জুট মিলে ২০ হাজার ব্যাগ উৎপাদন

চাঁদপুরে তিন টি জুট মিলের মধ্যে স্টার আল-কায়েদ জুট একটি । ১৯৬৩ সালে ৩৫ একর ভূমির ওপর মিলটি নির্মিত হয় । অনেক চড়াই- উৎরাই পেরিয়ে ও মিলটির মালিক পরিবর্তন হয়ে বর্তমানে দৈনিক ২০ হাজার পাটের ব্যাগ তৈরি হচ্ছে ।

এখন মিলটিতে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক, গার্ড ও কর্মকর্তা মিলে ১ হাজার ১শ’ জনবল কাজ করছেন। নারী-পুরুষ সমন্বয়ে মিলটিতে সকাল ৬ টা থেকে ২টা এবং ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ২ শিফ্টে উৎপাদন চলছে।

শ্রমিকরা উৎপাদন অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করছে।

১ শ’ ১৫ টি তাঁত সচল রয়েছে এবং মিলটিতে দৈনিক ৬০ বেল (৫ মণ = ১ বেল) পাটের চাহিদা রয়েছে।

কোনো কোনো শ্রমিক দৈনিক ১২০ থেকে ১৬০ টাকা হারে নিয়মিত হাজিরা সপ্তাহ শেষে নিচ্ছে। এ নিয়ে শ্রমিকদের মাঝে নেই কোনো অসন্তোষ।

মিলে কর্মরত সহকারী ম্যানেজার মঞ্জুর আলম চাঁদপুর টাইমসকে জানান, বর্তমানে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে মিলটি চলছে। সরকারিভাবে নির্দেশিত সকল প্রকার উৎপাদিত পণ্য পাটের তৈরি ব্যাগে পরিবহন বাধ্যতামূলক হওয়ায় এর চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়াও পাট উৎপাদনে কৃষকগণের আগ্রহ অনেকটাই বেড়ে গেছে বলে এ কর্মকর্তা মতামত দেন।

আবদুল গনি[/author] : আপডেট ৭:৩০ পিএম, ০২ মে ২০১৬, সোমবার
ডিএইচ