চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবনের স্টাফ কক্ষের একটি রুমে আগুন লেগেছে। ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যায় রুমের একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, আমরা আসার ৫/৭ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন লাগার কারণটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিদুৎতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
অতিরিক্ত জেলা প্রসাসক (রাজস্ব) অসিম কুমার বণিক জানান, গণপূর্তের দায়িত্বহীনতার কারণে এমন ঘটনা ঘটেছে। তাদের অনেকবার বলা হয়েছে, জরাজীর্ণ ভবন ও পুরাতন তার মেরামত করার জন্য কিন্তু তারা কোন দায়িত্বই পালন করে না। পুরাতন তারের কাররে শর্টসার্কিট হয়ে আগুন লাগতে পারে।
প্রতিবেদক : শরীফুল ইসলাম, ৩০ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur