ব্যক্তির নামে স্কুল প্রতিষ্ঠা করতে ফান্ডে ৫০ লাখ টাকা জমা দিতে হবে। বেসরকারি উদ্যোগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বিদ্যালয় প্রতিষ্ঠা, চালু ও স্বীকৃতি দেয়ার লক্ষ্যে নীতিমালা তৈরি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রাথমিক ও গণশিক্ষার ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান স্বাক্ষরিত সভার কার্যবিবরণীতে এ সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। ১৫ সেপ্টেম্বর তিনি সই করেন।
কার্যবিবরণীর কপি শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা অধিদপ্তর ও বোর্ডগুলোতে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৭:৪০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার