Home / শিক্ষাঙ্গন / শিক্ষক দিবস : স্কুল-কলেজ শিক্ষকদের অংশগ্রহণের নির্দেশ
Education mawshi

শিক্ষক দিবস : স্কুল-কলেজ শিক্ষকদের অংশগ্রহণের নির্দেশ

আগামি ২৭ অক্টোবর বৃহস্পতিবার শিক্ষক দিবস। ‘শিক্ষক দিবস-২০২২’ উদযাপন অনুষ্ঠানে ঢাকা মহানগরের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সোমবার ২৪ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী এ নির্দেশনা দেন।

এতে বলা হয়, কেন্দ্রিয় পর্যায়ে ‘শিক্ষক দিবস- ২০২২’ আগামি ২৭ অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র‌্যালি ও আলোচনা সভায় অংশ নিতে প্রতিটি সরকারি ও বেসরকারি কলেজ,সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানসহ ১০ জন করে শিক্ষক সকাল ৮টায় ভেন্যুতে উপস্থিত থেকে র‌্যালি কিট ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

এদিকে শিক্ষক দিবসের অনুষ্ঠান সফল করতে অন্য একটি আদেশে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ২০ জন করে রোভার্স স্কাউট/গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যকে ওইদিন সকাল সাড়ে ৭টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

চাঁদপুরেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে । বুধবার সকাল সাড়ে ৮ টার মধ্যে চাঁদপুর সরকারি কলেজে উপস্থিত হতে সংশ্লিস্ঠ প্রতিষ্ঠানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সকাল ৯ টায় র‌্যালি বের হবে।

২৬ অক্টোবর ২০২২
এজি