দেশের সরকারি-বেসরকারি সব স্কুল ও কলেজে ‘মাদককে না বলা’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার ২ অক্টোবর মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে,মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে গঠিত এনফোর্সমেন্ট কমিটির ১৭তম সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে‘মাদককে না বলা’কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত ছিল,দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে স্ব স্ব অবস্থানে এক মিনিট দাঁড়িয়ে মাদককে না বলা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
এতে আরও বলা হয়েছে,সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলিতে এ কর্মসূচি পালনের জন্য বলা হলো।
এ সংক্রান্ত একটি চিঠি সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
অক্টোবর ৪ , ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur