Home / সারাদেশ / দেশে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে : নাহিদ
edu . minister

দেশে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে : নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় সংসদে  বলেছেন, `বর্তমান সরকার দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কর্মসূচি গ্রহণ করেছে।’

তিনি সোমবার  (১২ ফেব্রুয়ারি ) সংসদে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ প্রথম পর্যায়ে নির্বাচিত ১শ’টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাকি ৩ শ ৮৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে । পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় ওই প্রকল্প অনুমোদনের কার্যক্রম চলমান রয়েছে ‘

সরকারি দলের সদস্য বেগম লায়লা আরজুমান বানু’র প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের যেসব উপজেলায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ নেই সে সব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত সরকারের রয়েছে । সে আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কার্যক্রম চলমান রয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ উচ্চ শিক্ষার প্রসারে দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে একটি করে সাধারণ অথবা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। ’ সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ পরিকল্পনার অংশ হিসেবে বর্তমান সরকারের বিগত মেয়াদের ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দেশে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং বেসরকারি পর্যায়ে ৪২টি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমতি প্রদান করা হয়েছে।’

নাহিদ বলেন,  ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এবং ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ নামে আরও দু’টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সম্প্রতি জাতীয় সংসদে আইন পাস হয়েছে। বর্তমানে ১৩৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭টি সরকারি এবং ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকায়ই অবস্থিত। ’

তিনি আরো বলেন ,‘ ঢাকাস্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‘সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি’ নামে একটি মহিলা বিশ্ববিদ্যালয় রয়েছে।  মহিলা বিশ্ববিদ্যালয় দু’টি ছাড়া, দেশের  অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়সমূহের আওতায় সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে এ সকল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অধ্যয়ন ও গবেষণার সুযোগ উন্মুক্ত রয়েছে । ‘

বার্ত কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৭: ৩৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার
এজি