চাঁদপুর

চাঁদপুরে দু’সরকারি স্কুলে ৪ শ’৮০ আসনের পরীক্ষার্থী ২৬৯৪ জন

চাঁদপুরের দু’টি সরকারি স্কুলে ২০১৮ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষায় 8 শ’৮০ আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬ শ’ ৯৪ জন।

চাঁদপুরের ওই দু’টি সরকারি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর সকাল ১০ টায় দু’ঘন্টাব্যাপি অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.মাহবুব ওয়ালী খান চাঁদপুর টাইমসকে বলেন ,‘৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার শিক্ষার্থী সংখ্যা প্রায় ২ হাজার ৭ শ’ জন ও ৬ষ্ঠ শ্রেণির আসন সংখ্যা ৩ শ’ ৬০। এর মধ্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ২ শ’৬০ আসন সংখ্যার বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা ৯ শ’ ৪২ এবং মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ শ’২০ আসন সংখ্যার বিপরীতে ৯ শ’৭৭ জন শিক্ষার্থী এবার অংশগ্রহণ করবে। উত্তরপত্রের মূল্যায়ন সাথে সাথেই শুরু হবে এবং রাতেই ফলাফল ঘোষণা দেয়া হবে। শতভাগ স্বচ্ছতার মধ্যেই ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক উত্তম কুমার সাহা চাঁদপুর টাইমসকে জানান, জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় এ ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে । অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একই দিনে পরীক্ষা নেয়ার স্বার্থে এবার চাঁদপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ওই ভর্তি পরীক্ষা নেয়া হচ্ছে।’

১০০ নম্বরের পরীক্ষাটি এবারই ভিন্ন ভ্যানুতে হচ্ছে। বাংলায়-৩০,ইংরেজিতে-৩০ ও গণিতে -৪০ নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

এদিকে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে অনুরূপ পরীক্ষা হবে । আসন সংখ্যা ১শ’২০। এতে পরীক্ষার শিক্ষার্থী সংখ্যা ৯শ’৭৫ জন।

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণিতে কেবলমাত্র ক্যাচম্যান এলাকার ভেতরের শিক্ষার্থীগণ ও প্রাক-প্রাথমিক শ্রেণিতে ২শ’২৩ জন শিশুর মধ্যে ৩০ জন মাত্র ১ জানুয়ারি লটারির মাধ্যমে নির্বাচন করার পর ভর্তির সুযোগ পাবেও সাথে সাথেই বই প্রদান করা হবে বলে দায়িত্ব প্রাপ্ত একজন শিক্ষিকা আমাদের চাঁদপুর টাইমসকে জানান ।

প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ পিএম,২০ ডিসেম্বর ২০১৭,বুধবার
এজি

Share