বিগত জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন চাঁদপুরের কচুয়ার উজানী গ্রামের অধিবাসী কবির গাজীর ছেলে জিএম রাশেদ। ঢাকার শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহন করে স্কুলের ৭ম শ্রেনির ইংরেজি বইয়ে তার ছবি অন্তর্ভূক্তি হয়।
এ ঘটনায় জিএম রাশেদকে পৃথকভাবে সম্প্রতি কচুয়া উপজেলা প্রশাসন ও কচুয়া উত্তর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।
জানাগেছে, ১৬ জুলাই থেকে ঢাকার বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহন করে কচুয়ার উজানী গ্রামের কবির গাজীর ছেলে ঢাকায় কর্মরত সিকিউরিটি গার্ড (কেয়ার টেকার) রাশেদ গাজী (১৯)। চাকুরীর ফাঁকে সরাসরি রাজপথে থেকে ছাত্র আন্দোলনে অংশগ্রহন করে। ৩ আগষ্ট শাহবাগে ছাত্রজনতার আন্দোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার বুকে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক’ ছবিটি সম্প্রতি এনসিটিবি কতৃক প্রকাশিত ইংরেজী পাঠ্যবইয়ে অর্ন্তভূক্তি হয়।
জি.এম রাশেদ জানান, আর্থিক সংকটের কারনে চাকুরীতে থাকা অবস্থায় মানুষের বাকস্বাধীনতা, ভোটের অধিকার ও শেখ হাসিনার মতো স্বৈরাচারের জুলুমের হাত থেকে দেশকে রক্ষা করতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ গ্রহন করি। প্রতিটি মানুষ যেন মুক্তভাবে মত প্রকাশের অধিকার পায় ও দেশের গনতন্ত্র টেকসই হয় এটাই আমার চাওয়া। তাছাড়া আর্থিক সংকটের কারনে আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়। আমার আর্থিক স¦চ্ছলতার জন্য সরকারের সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য যে, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহনকারী জিএম রাশেদ কচুয়ার উজানী মাদ্রাসায় নাহমীর পর্যন্ত পড়ালেখা করে আর্থিক সংকটের কারনে পড়াশুনা বন্ধ করে ঢাকায় একটি বাড়ির কেয়ার টেকারের চাকুরী নেয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur