মতলব উত্তর

স্কুলশিক্ষার্থীরা স্মার্টফোনে আকৃষ্ট হয়ে সমাজে বিরূপ প্রভাব ফেলছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেছেন, বর্তমানে শিক্ষার্থীরা এনড্রয়েড ফোনে আকৃষ্ট হয়ে পড়েছে যার দরুন না বুঝে অসতর্কতা বশতঃ বিভিন্ন সাইটে ঢুকে পড়ে এবং সমাজে এর বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

তাই মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা যেন এ ব্যপারে সতর্ক হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি তিনি আরো জোরালো ভূমিকা রাখার আহবান জানান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাগানবাড়ি আইডিয়েল একাডেমি এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অভিভাবকদের সাথে ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, স্কুলশিক্ষার্থীরা যাতে ধুমপান থেকে শুরু করে কোনো ধরনের মাদক সেবন না করে সে ব্যপারে মাদকের ক্ষতিকর দিক বিস্তারিত আলোচনা করেন। রাস্তা-ঘাটে অথবা যেকোনো জায়গায় মেয়েদেরকে কেউ যেন ইভটিজিং না করে সে ব্যপারে তিনি কঠোর হুশিয়ারী দেন।

ইভটিজারদের কোনোক্রমেই ছাড় নয়, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বর্তমানে বাল্যবিবাহ একটা প্রকট সমস্যা হয়ে দাড়িয়েছে তাই সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে আইনপ্রয়োগকারী সংস্থা সতর্ক রয়েছে। তিনি নিজের মোবাইল নম্বর দিয়ে বলেন মতলব উত্তরের যেখানেই বাল্যবিবাহ হবে তৎক্ষনাৎ আমাদেরকে জানাবে। আমরা সাথে সাথে বাল্যবিবাহের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবো।

এসময় উপস্থিত ছিলেন- বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়া, বাগানবাড়ি আইডিয়েল একাডেমির সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জমাদার, বাগানবাড়ি আইডিয়েল একাডেমির প্রধান শিক্ষক আবদুল আজিজ, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম, উপজেলা সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার, ইউপি সদস্য মিলন সরকার প্রমুখ।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৩৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ

Share