চাঁদপুর

স্কুলছাত্রের মোটর বাইকের ধাক্কায় নির্মাণ শ্রমিক পঙ্গু

চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে বুধবার (১৯ এপ্রিল) দুপুরে স্কুল ছাত্রের মোট বাইকের ধাক্কায় বাম পা দ্বি-খন্ডিত হয়ে পঙ্গু হলেন মনু মিজি (৬০) নামের এক নির্মাণ শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও কর্মরত অন্যান্য শ্রমিকরা জানায়, প্রতিদিনের ন্যায় মনু মিজি বহুতল ভবনের কাজ করছিল। দুপুরে বেপোরোয়া গতিতে হঠাৎ একটি মটর সাইকেল এসে মনু মিজির পায়ে আঘাত করে।

পরে মনুকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। মনু মিজিকে আঘাত করে তারা মোটর বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাসান আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পুনম কে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেয় অন্যান্য শ্রমিকরা।

সে সময় গণি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইরাম মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আটক পুনমের তথ্য মতে, জনৈক মামুন এর পুত্র ইরাম ও মটর সাইকেলটি আনতে হাসপাতালে যায় পুলিশ।

পরে পুলিশ মোটর বাইকটি আটক করে থানায় নিয়ে যায়।

প্রতিবেদক ; মাজহারুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ৭: ২০ পিএম, ১৯ এপ্রিল ২০১৭, বুধবার
এজি

Share