মতলব দক্ষিণ

স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু : কলেজছাত্রের আত্মহত্যার চেষ্টা

চাঁদপুরের মতলব দক্ষিণে ৫ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মত্যু ও প্রেমে ব্যর্থ হয়ে কলেজছাত্রের আত্মহত্যার চেষ্টার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত ১৬ফেব্রুয়ারি সাড়ে ৪টায়। তবে আত্মহত্যার কোন চিহ্ন পায়নি। লাশের ময়না তদন্তের পর রিপোর্ট আসলে বুঝা যাবে বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আলম সরকারের শিরিন আক্তার (১১)নামক ৫ম শ্রেনির ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

জানা যায়, ৫ম শ্রেণির ছাত্রী শিরিন তাদের ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে তাদের পরিবার পুলিশকে জানায়।

থানার এসআই তপন চন্দ্র দাস সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত্রের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

এলাকাবাসী জানায়, গত ৮/৯ বছর পুর্বে তার বড় বোন বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়। শিরিনের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

অপর দিকে প্রেমে ব্যর্থ হয়ে ইয়াছিন হোসেন (১৮)নামক কলেজ ছাত্র বিষ পানে আত্বহত্যার চেষ্টা করেছে। বর্তমানে সে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

অপর দিকে একই উপজেলার ঢাকির গাঁও গ্রামের বিল্লাল হোসেন সরকারের কলেজে পড়ুয়া ছেলে গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে অভিমান করে কিটনাষক ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে তার ডাক চিতৎকারে বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান অবস্থা বেঘতিক দেখে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

এলাকাবাসী জানায়, পছন্দের মেয়ের সাথে প্রেম সম্পর্ক হলে তা ছেলের পরিবার মেনে না নেয়ায় সে আত্মহত্যার চেষ্টা করে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ৫: ০০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Share